//ঘটনা মানেই বাস্তব//


কোন্ রঙের হবে কোনো বাস্তব!
বাস্তব কেউ গড়তে পারে কী!
গড়তে পারে না, এ তো মানবেই
মানতে চাও না! দেবে নাকি ফাঁকি!


কোন্ মানে নিয়ে থাকে বাস্তব!
আছে নাকি কোনো নিশ্চিত মানে!
নিশ্চিত মানে আছে একটাই
বাস্তব শুধু সত্যকে জানে।


করতেই পারো আমাকে প্রশ্ন
সত্য বলতে কে কী বুঝে থাকি!
সত্য কী নয় শুধু বাস্তব!
এতে ভুল খুঁজে নালিশ হবে কী!


রোজ যা যা করি সব বাস্তব
তুমি আমি আর প্রত্যেক প্রাণী
উচিৎ কিংবা অনুচিৎ কাজ
এই প্রসঙ্গ অন্য তা মানি।


কাজের বাইরে বহু কিছু ঘটে
এসব ঘটনা প্রকৃতির দান
ঘটনা যা হোক সবই বাস্তব
এতে দর্শন পায় না তো স্থান।


ভালো লাগবে না, অথবা লাগবে
চোখের সামনে ঘটনা প্রবাহ
ভালো লাগালাগি নয় উপাদান
বাস্তবই সব ঘটনা সমূহ!


যদি ভাবি বাস্তবে আছে রঙ!
এর এক ব্যাখ্যা আমি দিতে পারি
মনেপ্রাণে ভালো লাগে যে ঘটনা
সেই ঘটনায় রঙ ছড়াছড়ি।


বাস্তব ছাড়া কিছুই তো নেই
কারো ধারণায় যদি থেকে থাকে
সেই সবকিছু সর্বৈব মিথ্যে
তর্কে গেলেই সন্মান ঢাকে।


যেমন জন্ম মৃত্যু সত্য
তেমনই সত্য প্রতিটি ঘটনা
ঘটনার থেকে আলাদা করলে
জীবনে শান্তি আসতে পারে না।


সুবীর সেনগুপ্ত