//এখন শান্তি শান্ত হয়েই//


সেদিনের আশা, আজকের আশা
কত যে তফাৎ, বোঝাব কী করে!
যে আশা ছাড়তে মন চাইত না
সেই আশা ছাড়ি, দূঃখ না ভরে।


বয়সের সাথে সাথে উপলব্ধি
সেদিন কেন যে হয়নি, তা ভাবি
বুদ্ধি শিক্ষা সব একই আছে
সময় কী উপলব্ধির চাবি!


পরিবর্তন হয় শরীরের
মনেরও হয়, খুব বুঝে গেছি
হয় বলেই তো, আশা ছেড়ে দিই
নিরাশা ছায় না, মম আঙিনায়।


আশা আকাঙ্খা চাওয়া আর পাওয়া
ছিল জীবনের মূল ধারাতেই
কখন যে হয়ে গেলই গৌণ!
এখন শান্তি শান্ত হয়েই।


জ্ঞান হওয়া থেকে জেনেছি মরণ
জেনেও ধাক্কা খায়নি তো মন
মরণের অনুভূতি যা আজকে
সেটাই তো মুখ্য অনুধাবন।


জীবন পেয়েছি, করেছিও ভোগ
ভোগের হিসেবে যোগ ও বিয়োগ
বদলে গিয়েছে সব সমীকরণ
ইচ্ছা হয়না করি অভিযোগ।


সেদিনের মতো না হলেও আছে
আজকেও আশা স্বাধীন মনেতে
সেই সব আশা থাকুক আড়ালে
যাওয়ার সময় নিয়ে যাবো সাথে।


সুবীর সেনগুপ্ত