//দিবা আর নিশি//


দিবা ভালো নাকি নিশি বেশী ভালো
ভাবতে ভাবতে দিবা নিশি গেলো
কত আর এই ভাবনায় থাকি
তাও তো ভাবনা জড়িয়ে থাকলো।


একবার দিবা একবার নিশি
কে আগে কে পরে নেই রেষারেষি
থাকবে কী করে! সুযোগই নেই
দিবা নিশি হয়ে গেছে প্রতিবেশী।


দিবা আর নিশি দুই ভাই নাকি!
থাকে পাশাপাশি, নেই দেখাদেখি
এরকম হওয়া খুব দুর্লভ
দুর্লভ তবু তাই দেখে থাকি।


দিবা নিশি হয়ে গেছে জলভাত
হয়না এখন আর সংবাদ
ঠিক যেন হাওয়া, থাকবেই সাথে
শ্বাস প্রশ্বাস চলবে অবাধ।


এক দিবা এক নিশি একদিনে
বেশী কম হতে পারে না কারণে
দিবা দিয়ে শুরু, নিশি দিয়ে শেষ
আর গুরুত্ব সমানে সমানে।


আলো শুধু আলো, আমরা কী চাই!
কালো শুধু কালো, কামনায় নাই
মানুষ গড়েনি দিবা আর নিশি
এই উপহার স্রষ্টারই ভাই।


দিবা আর নিশি বাঁচিয়ে রেখেছে
সব প্রাণ যত পৃথিবীতে আছে
ছেড়ে যে যাবে না, দৃঢ় বিশ্বাস
দুটোর একটা সর্বদা কাছে।


সুবীর সেনগুপ্ত