গীর্জার ধ্বনি শুনতে চাইনি
শুনতে হয়েছে শুনেও নিয়েছি
আজানের স্বর, শঙ্খ নিনাদ
তাও সেরকম, শুনেও চলেছি|


কোন স্থানে থাকি, কি যে করি কাজ
কি জাত কি পাত, আর কি ধর্ম
সবার জীবন জড়িয়ে কি নেই
মানবজাতির সুদৃঢ় বর্ম!


এক জাতে মানুষের পরিচয়
সেই পরিচিতি মানবজাতিতে
ভিন্ন ধরণ ধারণ গড়েই
উঠেছি আমরা বিভেদেই মেতে|


টুকড়ো করেছি মানবজাতিকে
কত যে টুকড়ো, সব জানা নেই
খুঁজেই চলেছি কে আমার দলে
অন্যরা সব পড়ে থাকা ছাই|


কত রকমের প্রাণ ধরণীতে
তারা তো গড়েনি ধর্ম ও জাত
বুদ্ধিতে নাকি আমরা শ্রেষ্ট
শ্রেষ্ট বলে কি ভাগ নিয়ে স্বাদ!


মানুষ আমরা জ্ঞানের পিপাসী
জ্ঞান আহরণে ডুবিয়েছি মন
বিসতৃত করে জ্ঞানের পরিধি
আজ মহাকাশ করছি খনন|


মানবতাবাদে জ্ঞান কেন নেই!
জ্ঞান আছে, সেটা ভাব করে যাই
বিভক্তে মন এতটাই জোড়া
পরিচয় আজ জ্ঞানপাপীতেই|


ধ্বনি স্বর আর নিনাদ থাকুক
একটা শব্দে সব মিশে যাক
ভাগগুলো সব জোড়া দিয়ে দিয়ে
আরও বেশী হোক শুধু অনুরাগ|


ধ্বনি স্বর নিনাদ মিশে যাক