//ধনী ও গরীব//


ধনী হতে হবে, ইচ্ছা যখন
সঠিক কাজের সন্ধানে মন
যেই কাজ দেবে অঢেল পয়সা
কাজ শেষ, করি ঋণের যতন।


ধনী হবো আমি, ইচ্ছাই কেন!
এমন প্রশ্ন বোকার মতন
পেতে তো হবেই ধনীর খেতাব
এটাই কী নয় খুব প্রয়োজন।


একবার যদি ধনী হতে পারি
ঠিক পথ পেয়ে যাবো সরাসরি
তখন পয়সা আসবেই ছুটে
চারিদিকে পয়সার ছড়াছড়ি।


ধনী ও গরীব আছে পৃথিবীতে
দুটো শব্দই শুনি কান পেতে
কেউ না গরীব হয়ে যেত যদি
ধনী শব্দ কী পেতাম শুনতে!


গরীব শব্দ বেশী শুনি নাকি
এ কথা নিশ্চয়তা দিয়ে ঢাকি
গরীব সংখ্যা বেশী বলেই তো
কাজ হয়ে যায়, থাকে না তো বাকী।


প্রথমে গরীব, তারপরে ধনী
এই পদ্ধতি আমরা কী মানি!
এ কথা কখনো মানাই যাবে না
অনেকে প্রথম দিন থেকে ধনী।


ধনীর সংখ্যা এতটাই কম
তাঁদের জানতে নেই কোনো ভ্রম
গরীবের পরিচয়ে কার মাথাব্যথা!
গরীবের অধিকারে পরিশ্রম।


ধনী গরীবের তুলনা হয় না
সবাই মানুষ, তা কী বলব না!
একই শরীর তবু ভেদাভেদ
এই ভেদাভেদ না থাক কামনা।


সুবীর সেনগুপ্ত