পাখীরা ডাকছে জবাব কোথায় দিচ্ছি!
আমার কানে তো শুধুই কিচির মিচির
কি করে করব বন্ধু সেটাই ভাবছি|


সাথীরা ডাকছে, আমিও দিচ্ছি সাড়া
কথায় কথায় গড়ছে কথার সিন্ধু
তবুও কোথায় হচ্ছে সবাই বন্ধু!


মেঘেরা ডাকছে, আমি সাড়া দিই নীরবে
হঠাৎ কখন মেঘেরা হয় অদৃশ্য
বন্ধন হয় কেবল অনুভবে|


সময় ডাকছে প্রতিমুহূর্তে জীবনে
চেষ্টাও করি সাড়া দিতে প্রতি ক্ষণ
একটা ক্ষণে কি হয় কোনো বন্ধন!

নিজের মনটা ডেকে যায় একটানা
খুশী খুশী মনে আমি সাড়া দিয়ে যাই
নিজের মনকে কি করে বলো রাগাই!


মানুষ ডাকলে কিছু প্রতিক্রিয়া দিই
কেউ হাসে, কেউ কিছু বলে ফেলে
বন্ধু গঠন করার সুযোগ নেই|


আমি বন্ধন গড়ি, জেগে উঠলেই ইচ্ছা
সেই বন্ধন ধরে রাখতেই করি ত্যাগ
পেয়েও তো যাই কিছু কিছু অনুরাগ|


স্থায়ী আর ভালবাসা দিয়ে গড়া বন্ধন
গড়তে পারিনি, ডাকেনি যে কেউ সেভাবে
করছি না আমি নালিশ, নেই যে স্বভাবে|