//চোখে চোখ রেখে কথা হোক//

বলতে চাইছ!
এই নাও কলম
সামনেই আছে কাগজ...
যা বলতে চাও
লিখেই দাও-না
প্রকাশ তোমারই গরজ।

বলার বদলে
লিখতে বলেছি
জাগছে কি মনে কারণ!
যে তোমার শ্রোতা
সে অনুপস্থিত
তাই তো বলায় বারণ।

তোমার বলায়
তোমারই স্বার্থ
যে শ্রোতা, সেও তো জুড়ে...
আমাকে বললে
তাকে বলে দেব
কথা যেতে পারে ঘুরে।

সরাসরি কথা
হওয়াই উচিৎ
নইলে ছন্দ পতন...
এই কান থেকে
ওই কান ঘুরে
হয়ে যাবে পরিবর্তন।

কাজ সোজাসুজি
হলে হয় ভালো
যত মাধ্যম, তত ভুল...
ঠিক তেমনই
কথা সোজাসুজি
ফুটিয়ে তুলবে ফুল।

চোখে চোখ রেখে
যে যে কথা হয়
সেই কথা দেয় বার্তা...
আর সেই বার্তা
লেগে যায় কাজে
ভেঙে যায় কঠোরতা।

সুবীর সেনগুপ্ত