//চাইছি সহজ সরল দৃষ্টি//


কত কিছু ধরা দেয় দৃষ্টির পরিধিতে
হা হা হি হি করে মানুষ থাকে আনন্দে
জন্মের তাৎপর্য কী সুখ ও ছন্দে!


দেখি তো বিষাদ ছেয়ে আছে বহু মুখে
সেই সব মুখে নেই হা হা হি হি হাসি
তাঁদের জন্মে তাৎপর্য কী বাসি!


মহান কর্ম হলেই থাকে তাৎপর্য
মহান কর্ম করার তরে কী জন্ম!  
নিরর্থক এই প্রশ্ন হবে না ধর্ম|


যত কিছু ধরা দেবে দৃষ্টির পরিধিতে
পারবে দৃষ্টি রাখতেই সব সাথে!
নাকি পছন্দ করেই জড়াবে সাধে!


দৃষ্টি কী চায় আগ বাড়িয়েই ধরতে!
তেমন হয়না বলাটাও দুষ্কর
খোলা চোখ নিয়ে দৃষ্টি সদাই তৎপর|

সকলেই জানি আঁখি জীবনের আয়না
আঁখিহীন এই জীবন অর্থহীন
সত্যি কী তাই! কিছু মানুষ তো দৃষ্টিহীন|


আঁখি খোলা রেখে যদি বলি কিছু দেখব না
অসম্ভব এই বিবৃতি মানা সম্ভব
আলোর প্রতিফলনে গড়বে অবয়ব|


দৃষ্টির তীক্ষ্ণতা নিয়ে হয় আলোচনা
আলোচনা নয় অকার্যকর কার্য
অতি তীক্ষ্ণতা হয়ে যায় গ্রাহ্য|


দৃষ্টি মিলিয়ে আরো দৃষ্টির সাথে
প্রত্যেক চোখে রেখে সফলের বাসনা
যদিও বাসনা হয়ে যায় শুধু ধারণা|


দেখা বা তাকান, কিংবা বলব দর্শন
দৃষ্টি ধারালো কঠোর কিংবা শাণিত
এমন দৃষ্টি হয়না অপেক্ষিত|


ইচ্ছাতে শুধু দৃষ্টি সহজ সরল
এমন দৃষ্টি করতে চাইবে আপন
তখনই তো হবে সর্ব স্বপ্ন পূরণ|


সুবীর সেনগুপ্ত