মনে রাখবার কথা যা ছিল তা
রাখতে পারিনি মনে
একী ভুল সেটা জানার জন্য
আমি ভাবনার স্মরণে|


যা কিছুতে থাকে সুবিধার ছোঁয়া
তা তো বেশ মনে থাকে
তার বাইরেই যা যায় সেগুলো
মনটাকে দূরে রাখে|


প্রেমে হাবুডুবু আমরা যখন
সময় কি যাই ভুলে!
শত কাজ করে পৌঁছেও যাই
বট অশ্বথ তলে|


এ যে ভুল আমি বুঝতে পেরেছি
তবু কিছু সংশয়
অনেক ঘটনা কি করে থাকবে
এ মনের আঙিনায়!


কিছু মনে থাকে, কিছু ভুলে যাই
এ তো ইচ্ছার ফল
কেন গড়ে যাই এমন ইচ্ছা!
সেটা কি একটা ছল!


মনে রাখবই ইচ্ছা তো করি
তাও ভুলে যাই কথা
কেন ভুলে যাই, কি তার কারণ!
ভুল থেকে আসে ব্যাথা|


কেউ বলে এই মনটা বিশাল
পারে সব ধরে রাখতে
কি ভাবে ধরবে জানতে চাইলে
তারা অক্ষম খেলাতে|


কারো কারো স্মৃতিশক্তি প্রবল
কারো নেই এক কণা
বিশ্লেষণের দাম নেই কিছু
মাতব্বরির বাহানা|


কলমী শাকের নাম শুনেছ কি!
খেয়ে বাড়ে স্মৃতিশক্তি
প্রচারে দেখেছি কত ট্যাবলেট
কিছুতেই নেই ভক্তি|


ভুলে যাওয়া যদি রোগ হয়, তবে
এ তো জন্মের দান
এ রোগে কোথায় ব্যাথা বা কষ্ট!
হারানোর অভিযান|


ভুলে যাওয়া থেকে মুক্তি কি নেই!
মানুষ পাচ্ছে মুক্তি
পদ্ধতি আর নিয়ম মানলে
উপশমে আসে যুক্তি|


তর্কের ধারা যতই থাকুক
ভুলে সকলেই যায়
এর প্রতিকারে চিকিৎসা নয়
শৃঙ্খলা পায় জয়|


মানুষের মন আর মস্তিষ্ক
জটিলের উদাহরণ|
শৃঙ্খলাতেই কাজ করে ভালো
নইলে অধঃপতন|


যা ভুলে যাওয়ার আছে প্রবণতা
লিখে রাখলেই হয়
অলসতা যদি এ কাজ না পারে
ভুলেই থাকতে হয়|


ভুলে যাওয়া কোনো সমস্যা নয়
নয় রোজ অমাবস্যা
জড়াওনা নিয়মানুবর্তিতা
এটাই ভালো তপস্যা|