যার ভয় নেই তারও আছে ক্ষয়
তবে তারা পায় সহজেই জয়
ভীতুদের মন ভয়ের আধার
নির্ভয়ে বাঁচে সে আঁধারে ভয়|


কথা থেকে নিয়ে আসা হয় ভয়!
কেন গড়া হয় ভয়ের নিলয়!
কেন উৎসাহ এ সব জানার!
জানলে কি দূর করা যাবে ভয়!


ডাকে নাকি ভয় অজানার থেকে!
লাগতেই পারে ভয় কিছু থেকে
সাময়িক ভয় যায়নাকি চলে!
ধরে রাখলেই বাড়তেও থাকে|


যে কারণে আমি পেয়ে যাই ভয়
সে কারণে তুমি থাকো নির্ভয়
একই বস্তুকে দেখছি দুজনে
দুটো ব্যাখ্যাতে হয় নয়-ছয়|


ভয় মানুষের অঙ্গ তো নয়
সহজ এ কথা মানায় তো যায়
তবুও কি ভয় থাকেনা সাথেই!
সুযোগ পেলেই মনকে জড়ায়|


প্রকৃত কারণ ভয়ের হলেই
ভয় পেয়ে যাবে প্রায় সকলেই
এমন ভয়ের ঘটনা বিরল
সময়ের সাথে হারিয়ে যাবেই|


যেহেতুক ভয় হয়না সবার
অনেকেই এই ভয়ের শিকার
প্রতিক্ষণে ভয় তাদের সামনে
তারা কি ভাবেই ভয় অধিকার!


সব কাজে ভয় হয় প্রতিকূল
ভয়ের কারণে কাজে শত ভুল
এর প্রতিকার কেন নয় চাওয়া!
কেন দেওয়া হয় ভুলের মাশুল!


সফল কিংবা হব অসফল
এর বাইরে কি আছে কোনো ফল!
দক্ষতা যদি না থেকেই কাজে
পরাজিত হয়ে হারাবে না বল|


যত ভয় তত শরীর পতন
খিটপিটে হয়ে যায় আচরণ
কমতেই থাকে কর্মের স্পীহা
ভয় হয়ে থাকে তবুও আপন|


ভয়ের জীবন শূন্যের ঘরে
রাখবই কেন ভয়কে আদরে!
ভয়ের আধার খালি করে দাও
কাটবে জীবন মলয় সমীরে|