ভালবাসা নিয়ে খেলাই তো যায় কবিতায়
স্বাধীন এ খেলা এতে নেই কারো কোনো দায়|
আহ্বান করে কাছে রাখা যায় আঙিনায়
দুই হাত প্রসারে জড়িয়েও ধরা যায়|
ভাবতে হয় না কোন ভালবাসা কবিতায়
ইচ্ছে মতনই শব্দের মাঝে এসে যায়|
যদিও শব্দ সব বিন্যাসে সাজাতে হয়
সে তো করে কবি, করেই যে আনন্দ পায়|
কবি কি শুধুই কল্পনা ধরে কবিতায়!
নাকি ঘটনাকে বাস্তব থেকে তুলে নেয়!
ভালোবাসে কবি ভালোবাসা, সেটা বোঝা যায়
কবির প্রয়াস কালো অক্ষরে বহে যায়|
চীৎকার করে বলার সাহস নেই যে
কাগজ ও কলম তাই এক করে গরজে|
কবির ভাবনা জানা নেই, কি যে লিখব!
সেটা জানতেই, ভালবাসা আমি শিখব|
এ জগৎ চলে কার প্রেরণাতে, কে জানে!
প্রেরণা যোগায় ভালবাসা, এই মন মানে|
ভালবাসা নিয়ে খেলছি যখন কবিতায়
নির্ভুল খেলা, খেলিও অসীম সীমানায়|
লেখাতেই হয়, কোমল ছোঁয়ায় চুম্বন
পুরো অধিকারে শব্দের হয়ে যায় চয়ন|
ভালোবাসাই যে প্রাণের প্রতীক, মানে কবি
কথা হলো তুলি, তাই দিয়ে দিয়ে আঁকে ছবি|
যে লেখে কবিতা, তার মন সুন্দরের বন
ভালোবাসাতেই হয় সুন্দন প্রতিফলন|
সাধারণ ভাবে হয় না তো কবি খুব ধনী
তবুও সে ধনী, তার যে কথার আছে খনি|
ভালবাসা ঘোরে কবির মনেতে অনুক্ষণ
খেলে যায় কবি, ভালবাসা খেলা আমরণ|