কত আগমন কত প্রস্থান
করতে হবেই বলো!
ভালবাসা উদ্ভব হয়েছিল
তা বুঝি এবার গেল!
কত মেলামেশা করে ভালবাসা
সেটা কি বলতে পারো না!
আমি তো প্রথম দিনেই দিয়েছি
ভালবাসা, তুমি জানো না!
প্রতিদিন দেখা, প্রতিদিন কথা
দুজনে বলেই চলেছি
তোমার মনেতে কত যে প্রশ্ন
আমি উপশম করেছি|
এতদিন খালি শুনেই এসেছি
ভালবাসা হল মায়া
দুর্ঘটনার মতনই আসবে
চলে গিয়ে হবে কায়া|
হিসেবে করলে ভালবাসা কাঁপে
তাই মনে হয়, জানো!
সবচেয়ে উত্তম রূপ নিয়ে
ভালবাসা হল স্বপ্ন|
ভাল যদি তুমি বাসতেই চাও
আর নয় জিজ্ঞাসা
যদি নাও দাও, শুধু বলে দাও
ত্যাগ করবোই আশা|
আজকে এসেছি, তবে শেষ বার
বলব না কথা আজ
আজকের কথা দিয়েই গড়েছি
এই কবিতার তাজ|
অনুরোধ করি, পড় এ কবিতা
ভাবনায় আনো শক্তি
জানবে তখনি আমি কি তোমার!
এতে না কোনো যুক্তি|