জীবন বদলে যাবে ক্ষণে ক্ষণে
সেটাই কি নয় জীবনের মানে!
কখনো ছুটবে ধরতে শীর্ষ
পড়ে যাবে খাদে, হবেও নিঃস্ব|
শীর্ষকে চাই, খাদ কেন পাই!
খাদের সংখ্যা বেশী, তাই ভাই|
কেন শীর্ষ বা খাদ ভেবে থাকি!
সেটা বুঝলেই হবে না তো ফাঁকি|
কেন ভাববো না শীর্ষ বা খাদ!
এই অধিকার কেন হবে বাদ!
অধিকার আছে যা কিছু ভাবার
ভাবনা কি নয় জীবনের সার!
শুধু কি ভাবনা পাবে গুরুত্ব!
তার থেকে বেশী জরুরি বিত্ত|
বিত্তের পেটী সে তো শীর্ষেই
শীর্ষকে নিয়ে ভাবতে হবেই|
গোলমাল শুরু এখানেই হয়
অপবর্তনে এ জীবন ধায়|
থামানো যায় কি পরিবর্তন!
এ বদল হবে না তো সমাপন|
অবধারিতই ঘটবে বদল
তা নিয়ে ভাবনা নয় কি অচল!
জীবন চলবে আর বদলাবে
বদলে বদলে ছোট হয়ে যাবে|
বদলানো কিছু কম করা যায়
তাতে আনন্দ বেশী এসে যায়|
শীর্ষ থাকনা দূরে বহুদূরে
জীবন চলুক নিজ তালে সুরে|
এ নিয়মে আমি শান্তি পেয়েছি
সেটাই আজকে জানাতে চাইছি|
এর থেকে ভালো আছে কি উপায়!
তাতেই মেটাবো জীবনের দায়|