ভাবনাটা পায়ে নেই
এটা তো বলা যাবেই
পাহাড়ের গায়ে নেই, তাও জানি
ভাবনা কোথায় আছে
আছে কি মনের মাঝে
হয়ত ব্রেনের ভাজে, কানাকানি|


ভাবনাটা আছে সাথে
শরীরের পরিধিতে
যেমন হোক শরীর, থাকবে
ভাবনাটা থেকে যাবে
প্রাণ ধরে খেলে যাবে
প্রাণের অভাবে কেটে পড়বে|


ভাবনাটা কীসে নেই
যাতে প্রাণ মিশে নেই
চালে নেই ধানে নেই, নেই ডালে
ভাবনাটা যার আছে
থাকে শুধু তার কাছে
কাঁদাবে ও হাসাবেও সমতালে|


ভাবনাটা যাই হোক
রঙহীন তাও হোক
ঠিকানাটা জানতেই উৎসুক
ভাবনাটা বড় পাজী
হয় রাজী বা অরাজী
করে ফেলে অহরহ ভুলচুক|


ভাবনাটা নিঃশ্বাসে
কিংবা তা প্রশ্বাসে
যেখানে থাকনা, থাকে সেখানেই
ভাবনাটা কি রূপের
তরল কি কঠিনের
হতে পারে বাষ্পীয়, তাই সই|


ভাবনাটা রহস্য
জানি তবে উদ্দেশ্য
ঠিকানা জানার কি যে আছে মানে!
ঠিকানাটা জানব না
অনুমান ছাড়ব না
খোঁজাতেও থামব না, এ জীবনে