আনাড়ি প্রেমিক
ভালবাসা দিতে নাই যদি জানি
তার মানে আমি শুধুই যন্ত্র
তারপরেও কি তর্ক করবো!
আনতে কি পারি তন্ত্র মন্ত্র!


ভালবাসা পাই, রাখতে পারি না
কেন যে মামুলি মনে হয় সব
ঘটনার প্রতিফলনে ডুবি না
কিছুই রয় না কখনো সরব|


নিরীক্ষণ এর পিছনেই ছুটি
দেখতেই থাকি প্রেমিক প্রেমিকা
বুঝতে পারি না কোনো আচরণ
কোথাও পাই না প্রেমিকার দেখা|


যারা প্রেম করে সফলতা পায়
তাদের তত্ত্ব লাগিয়েছি কাজে
আমার বেলায় ফল যে শূন্য
না পাওয়ার ব্যাথা মনেই বিরাজে|  


হন্য হয়েছি ভালবাসা পেতে
কেউ তো আসেনা ধন্য করতে
এ কাজ আমার জন্য যে নয়
বেশ বুঝে গেছি পথেই চলতে|


আর প্রেম নয়, প্রেম শুধু কাজে
কাজের প্রেমেই আমি পড়ে গেছি
ক্ষোভ হারিয়েছে, বেশ তো জীবন
সত্যিই আমি জীবন জেনেছি|