আমার দৃষ্টি সন্ধান করে বন্ধন
আদর জড়িয়ে বেঁধে নিতে চায়
চায় না সমীকরণ|
আমার দৃষ্টি না না করে না তো সৃষ্টি
যা গড়েছে তাই দ্যাখে বারেবারে
মনে ভাবনার সৃষ্টি|
আমার দৃষ্টি খুঁজবেই কেন দঙ্গল!
জঙ্গল কেন খুঁজবে শহরে!
চায় সকলের মঙ্গল|
আমার দৃষ্টি খোঁজে না তো নতশিরে
অবগত হতে চায় সমস্যা
জন অরণ্য ভীড়ে|
আমার দৃষ্টি খোঁজেও আনাচে কানাচে
যুগল প্রাণের ভালবাসা দেখে
অতি আনন্দে বাঁচে|
আমার দৃষ্টি ডোবে অরুনের আলোকে
করুন করে না দৃষ্টির ধারা
ভ্যুলোকে কিংবা দ্যুলোকে|
আমার দৃষ্টি দেখতে চায় না ক্রন্দন
দেখতেও হয় হয়েই বিবশ
সব যে অনাবরণ|
আমার দৃষ্টি চায় না ধারণা ধরতে
প্রতিফলনেই করে বিশ্বাস
জানে তাই হবে মানতে|
আমার দৃষ্টি যায় না আলোকবর্ষে
সীমার মাঝেই অসীমকে চায়
পায় দৃষ্টির স্পর্শে|
আমার দৃষ্টি হতে চায় সনাতন
বর্তমানকে করে নেয় সাথী
অতীত দূরের ক্ষণ|
আমার দৃষ্টি অভিসারে যেতে চায়
নির্জনে সাগরের উপকূলে
ধরার এক কোণায়|
আমার দৃষ্টি অবসর নেয় কালোতে
অবচেতনেও দেখতেই থাকে
সুখ, স্বপ্নের আলোতে|
আমার দৃষ্টি কোনো রঙে রাঙা নয়
প্রকৃতির বুক থেকে রঙ তোলে
আর এই মন রাঙায়|
আমার দৃষ্টি আমাকেই রাখে ব্যস্ত
এই ব্যস্ততা সুখের বারতা
আমি সুখে আশ্বস্ত|