ঠিক কি বলেছি! মনে সন্দেহ
যাকে বললাম, সে কি খুশী হল!
তার খুশী হলে, বলা ঠিক হবে
বাঃ, কি নিয়ম! মানো আর চলো|


কথা শুরু হয় সকাল থেকেই
চলতেও থাকে রাত্রি অবধি
সবটা যে বলা, তা তো বলছি না
বলা আর শোনা চলে নিরবধি|


ভাব জানানোর জন্যই বলা
আর শোনা হল ভাব জানতেই
খুশী অখুশীর প্রশ্ন কোথায়!
প্রকৃত যে ভাব, হবে বলতেই|


ব্যক্ত হলেই আসল ভাবটা
জানা হয়ে যাবে সেটা শুনে শুনে
হতে পারি খুশী, নাও হতে পারি
যেটাই হোক না, শেষ তো সেখানে|


যে ধারা সত্য, সেটা কেন নেব!
লাভ যে ধারায়, তাই নিতে হবে
প্রকৃত ভাবটা, দেয় না যে লাভ
যে বলাতে লাভ, বলতেও হবে|


বলতে হবেই, কত কত কথা
কথোপকথন হয় না ভাষণ
প্রতিটি কথাই, ভরা ঘটনায়
ঘটনা লুকিয়ে, চলছে জীবন|


সন্দেহ আর হয় না এখন
অসন্তোষেই বুঝি কথা ঠিক
অখুশী হওয়ার প্রশ্নই নেই
বলিনা সে কথা, যা হবে অলীক|