আকারে পৃথিবী, আকারেই ফুল ফল
সুরভী সুবাস সব নিরাকারে
করছে এ মন চঞ্চল|
সূর্য আকারে সূর্যের তাপ নিরাকার
নিরাকারে আলো উজ্জ্বলতায়
করছে দূর আঁধার|
গায়ক আকারে, গানগুলো নিরাকার
নিরাকারে ধ্বনি স্পন্দিত হয়ে
জাগিয়ে তুলছে বারবার|
আকারেই যত প্রেমিক এবং প্রেমিকা
নিরাকার ভালবাসা ছুঁয়ে ছুঁয়ে
মনেই আঁকছে রেখা|
শিল্পী আকারে, শিল্পের ভাব নিরাকার
নিরাকার ভাব গড়ছে আকারে
কাব্যের যত সম্ভার|
সরণী আকারে, শুয়ে ধরণীর উপরে
নিরাকার গতি পৃষ্ট করছে
সরণীকে বারেবারে|
শরীর আকারে প্রাণটা তো নিরাকারে
নিরাকার প্রাণে শরীর সচল
জীবন উঠছে গড়ে|
আকারে পৃথিবী মহাকাশ নিরাকারে
নিরাকার মহাকাশের আঁচল
ত্রিজগৎ আছে ধরে|
যত নিরাকার আছে  কি তত আকার!
নিরাকার আর আকার ভাবনা
ভেবে মন একাকার|