আসতে পারোনা দৌড়ে নদীর মতো!
সাগরের ডাকে ছুটে আসে নদী
অবিরাম অবিরত|


ভ্রমরের দল ছুটে আসে মৌচাকে
তেমনি এলেও থাকবে না ক্ষোভ
মাঝে মাঝে থেকে থেকে|


ঢেউ ছুটে আসে, তট চুমে ফিরে যায়
বারবার এসে ছুঁয়ে ফিরে যাও
খুশীতে দেব বিদায়|


মন ছুটে যায় নিমেষে কোথাও কখনো
আসতেও পারো হঠাৎ হঠাৎ
হব আনন্দে বন্য|


আসো না ছুটেই ঘন বৃষ্টির মতো
যদিও সে আসা একটি ঋতুতে
তাও হারাবো না ব্রত|


আসতে চাইলে, আসতেই পারো তুমি
গতি না থাকলে, না থাকুক গতি
আঁকড়েই থেকো জমি|


কেন আসছো না, সেই ভাবনায় মগ্ন
না এলেও আমি দোষ তো দেব না
প্রতীক্ষাই যে রত্ন|