ঠেলা দিয়ে দিয়ে
যাচ্ছে তো নিয়ে
বোঝাই দ্রব্য ভারী ভারী...
মেদহীন দেহে
জুতোহীন পায়ে
কষ্টের দাগে ছড়াছড়ি|


ঝড়, জল, রোদ
আপদ বিপদ
দেখে দেখে সব গেছে সয়ে...
রাত হলে শেষ
জাগে বিদ্বেষ
ভাবনাতে কাজ আসে ছেয়ে|


বড় দামী গাড়ী
চলে সারি সারি
পাশে চলে ঠেলা ধীর গতি...
কাজ হলে সারা
পায় শুধু ভাড়া
ইচ্ছাকে ধরে রাখে ভীতি|


সংসার দূরে
গ্রামের গভীরে
যোগাযোগ নেই সরাসরি...
মাসে এক চিঠি
কাটায় বিরতি
আনন্দে দেয় গড়াগড়ি|


চিঠি বুকে ধরে
ভালবাসা ঘোরে
নীশিথের শশী দেখে দেখে...
ক্লান্ত শরীরে
ঘুম যায় ভরে
স্বপ্নেই ভালবাসা আঁকে|


জীবন ওদের
কত কষ্টের
আসে কি কারোর ভাবনায়!
দিন কেটে যায়
বছর গড়ায়
আশা নিয়ে নিয়ে প্রাণটায়|


মানতে হয়েছে
মেনেও নিয়েছে
জীবনের এই অভিশাপ...
নেই অভিযোগ
করে দুখ ভোগ
মেখে তপনের তাপ|