যতবার ডাকা, ততবার সাড়া
কি প্রয়োজনেই, এতবার ডাকো!
থাকতে পারো না, তুমি নিজ মনে!
একটু সময় চুপ করে থাকো|


একসাথে থাকি, তাই ডাকাডাকি
আমিও তো ডাকি, এ তো সাধারণ
ক্ষণে ক্ষণে ডাকা, বুঝতে পারি না
বেশী ডাক, মনে হয় জ্বালাতন|


কেউ ডাকলেই, দিতে হবে সাড়া
এটাই নিয়ম, এ তো ভদ্রতা
দিয়ে যাই আমি, ক্ষণে ক্ষণে সাড়া
পাও কি তৃপ্তি, হয়ে তুমি শ্রোতা!


ডাক দিতে হবে, দিতে হবে সাড়া
এই প্রকরণে, সংসার চলে
ডাকহীন হলে, সব যে নিথর
কাজ চলে যায়, যন্ত্রের কোলে|


ডাক মানে হলো, কথা ও শব্দ
শব্দের সাথে, ভাষা আছে জোড়া
ভাষার সৃষ্টি, এই তো সেদিন
আগে ডাক ছিল, শব্দের ঘোড়া|


তুমি ডাকলেই, খুশী হয় মন
এতো ডাক আসে, চাইতে হয় না
ভালো কি হতো না, কিছু চেয়ে পেলে
কম কম ডাকে, চাওয়া কমবে না|


ডাক প্রয়োজনে, ডাক আদরের
অকারণে ডাক, তাও হয়ে যায়
ডাকতে থাকলে, প্রতিমুহূর্তে
এলেবেলে হয়ে, ডাকও গড়ায়|


যদি আদরেই, ডাকো বেশীবার
বলবই আমি, ডাকো, তুমি ডাকো
এতই কোমল, সে ডাকের ধ্বনি
ডাক দিয়ে দিয়ে, খুশীতেই থাকো|


একদম যদি, থেমে যায় ডাক
বজ্রপাতের, আসে সন্দেশ
তার থেকে ভালো, ডাক হোক বেশী
সাড়া দিতে দিতে, দেখে নেব শেষ|