যখন আমার দুটি নয়ন  
উন্মীলিত উদ্ভাসিত
দেখি আমি বীথির ছায়ায়
পরিশ্রান্ত পথিক ঘুমায়
তপ্ত অরুন ছড়ায় কিরণ
মেলে দেওয়া বীথির পাতায়|


অজানা সুর আসছে ভেসে
কল্পলোকের আসর থেকে
সুরের খেয়ায় পাড়ি দিয়ে
যাই চলে এক নতুন লোকে|


হঠাৎ দেখি হারিয়ে গেছে
দিবাকরের অংশুমালা
সগর্জনে ডাকছে নীরদ
বিদ্যুতরাশি করছে খেলা|


ঝম ঝম ঝম বাদল এলো
আজকে ধরার অবগাহন
বাদল শেষে মালিন্যহীন
দিননাথের পুনরাগমন|


দিনের শেষে যাওয়ার আগে
রাঙিয়ে দিয়ে এই ধরাধাম
অস্তগামী রবির বিদায়
সকল কাজে অন্য বিরাম|


আমার যুগল ক্লান্ত নয়ন
ক্লান্ত নয়তো অশান্ত মন
আঁধার মাঝেও খুঁজে বেড়াই
এই ভূবনের রম্য বাঁধন|