চলে যাব সেই পথে, দুঃসাহসের রথে
গাইব না সাম্যের গান
সাম্যের মান নেই, সততার দাম নেই
শপথের পথে শুধু ভান|


চলে যাব ধীর পায়ে, অলক্ষে নির্ভয়ে
মেনে নেব জয় পরাজয়
পরাজয়ে লাজ না, অংশ গ্রহণে তাই
আনন্দ হয় অক্ষয়|


চলে যাব একা একা, সরণিতে আঁকা বাঁকা
অজানাকে জানবার তরে
তরু কীট পশু-পাখী, হয়ত বাঁধবে রাখী
বিশ্বাস দিগন্ত ভরে|


চলে যাব হেসে হেসে, ভাবব না কি যে শেষে
হোক না পথটা দুর্গম
এ শরীরে বিশ্বাস, হয়েছে আমার দাস
আনন্দ হবে না তো কম|  


চলে যাব ভালবেসে, স্বপ্নের দূর দেশে
মনটাকে ভাসাব না ভারে
সেই আলো সেই হাওয়া, করবেই আসা-যাওয়া
তোমার আমার চারিধারে|  


চলে যাব না ভেবেই, না দেখাতে কি আছেই
যাই থাকে, নিয়ে নেব ঝুলিতে
সুখ ও অ-সুখ নিয়ে, প্রকৃতির কোল ছুঁয়ে
রাখব না কোনো কিছু বাসনাতে|


চলে যাব অন্তিমে, চির নীদ্রার ঘুমে
ছিঁড়ে দিয়ে এই মায়াজাল
কোথা আমি, কোথা তুমি, সাধের জন্মভূমি
শাশ্বত এই মহাকাল|