বিবিধ সুবিধা, নিভৃতে সুধা পেয়েছি
জীবনের যত ক্ষুধা তাতে মিটিয়েছি|


বিবিধ বিধানে সাড়া দেয় নি তো মন
তবুও হয়েছে সঞ্চয় কিছু ধন|


বিবিধ কামনা, এ মন করেনি অন্ধ
দিশা হারায় নি, দুয়ার হয় নি বন্ধ|


বিবিধ আয়না, বদলে দেয় নি দৃষ্টি
একই ধারা ধরে, এগিয়ে চলেছে সৃষ্টি|


বিবিধ কবিতা, কাব্য গল্প পড়েছি
হলেও অল্প, কিছু জ্ঞান আমি পেয়েছি|


বিবিধ সাধনা, বিশেষ বিশেষ হয় নি
নিয়মমাফিক, কাজে সাধনাকে ছাড়িনি|


বিবিধ ধারণা, আসলেও এই মনে
বাস্তবে তার, খুঁজতে চেয়েছি মানে|


বিবিধ অর্থ, দেখিয়ে দিয়েছে সরণী
আমি ভাসিয়েছি, আমার জীবন তরণী|


বিবিধ শব্দে, আস্তে দিইনি আলোড়ন
শ্রবনে রেখেছি, প্রকৃত সত্য প্রতিক্ষণ|


বিবিধ ধর্ম, সামনে এসেছে, জেনেছি
সব ধর্মের, নির্মল ধারা নিয়েছি|


বিবিধ আকর্ষণে, জাগেনি তো লোভ
বিকর্ষণেও, জগতে দিইনি ক্ষোভ|


বিবিধ লালসা, ছুটে আসলেও, নিইনি
ইর্ষা ও দোষ, নিয়ে কারবার করিনি|


বিবিধ চাওয়ায়, জড়াতে দিইনি বন্ধন
চেয়ে না পেলেও, ছায় নি বিষাদে মন|


বিবিধ প্রেমের, হাতছানি বশ করেছে
তাই তো জেনেছি, ভালবাসা নেই কাছে|


বিবিধ বুদ্ধি, বিচারে এনেছে হেঁয়ালি
দিইনি হতেও এ মন কিন্তু খেয়ালী|


বিবিধ শ্রদ্ধা, করেই শিখেছি ভক্তি
জেনেছি জীবন, নয় শুধু কিছু উক্তি|


বিবিধ বিরোধ, রণ এ পরিণত করিনি
জয় পরাজয়, জরুরি বলেও ভাবিনি|


বিবিধ যা কিছু, দেখেই জেনেছি দর্শন
নিজ আত্মার, করেই চলেছি অন্বেষণ|