তোমার, মাড়িয়ে যাওয়া
পায়ের চাপের একটু মাটি
রেখেছিলাম যত্ন করে
ভরে আমার ছোট্ট বাটি|


তোমার, চলে যাওয়া
সকাল রোদের দীর্ঘ ছায়া
খড়ি দিয়ে কেটেছি দাগ
রাতের বেলায় হয় সে কায়া|

তোমার, লাগিয়ে যাওয়া
ফুলের তবে গোলাপ চারা
শিশুর মত বেড়ে ওঠে
আমায় করে দিশাহারা|


তোমার, বলে যাওয়া
কথাগুলোর প্রতিধ্বনি
ক্ষনে ক্ষনে ডাকে আমায়
বন্ধ চোখে স্বপ্ন বুনি|


তোমার, সাজিয়ে দেওয়া
ফুলদানিতে রজনীগন্ধা
শুখিয়ে গিয়েও দৃষ্টি টানে
সকাল বিকেল দুপুর সন্ধ্যা|


তোমার, রেখে যাওয়া
অশ্রুভেজা রুমালখানি
দেরাজ খুলে দেখি যখন
শুনি কান্নার প্রতিধ্বনি|


তোমার, ছড়িয়ে যাওয়া
আশার স্পর্শ ঘরে ঘরে
জীবন নিয়েও মৃত আমি
হাহুতাশের চাপে পড়ে|


তোমার, মধুর হাসির
উপস্থিতি পাতায় পাতায়
আমার জীবন অর্থবিহীন
স্বচ্ছলতার পূর্ণ খাতায়|


তোমার, অতীত হওয়া
স্মৃতির ঝুলি আমায় ভাবায়
তুমি ছিলে, আছ, থাকবে
দিইনি তোমায় চিরবিদায়|