ঘুণধরা কিছু ছবি
পড়ে আছে এই ঘরেরই এক কোণে
তারই মধ্যে তুমি আছ
সম্পূর্ণ নিশ্চল নিথর|


আকাশে ফুটে উঠল আলো
দেখলে না তুমি
গোধূলীতে হয়ে গেল রাঙা
দেখলে না তুমি
চলে গেল বহু দূরে অন্ধকার মেখে
তাও তুমি দেখলে না|


তুমি শুধু দেখছ আমায়
আমার আনাগোনার পথে
এক কক্ষ থেকে আর এক কক্ষে|


বীভৎস দুঃখ নিয়ে
চাই না দেখতে তোমায়...
তাই তো রেখেছি
দৃষ্টির উপছায়ার পথে|
কিন্তু রাখতে পারিনি বাক্স বন্ধ করে
একেবারে দৃষ্টির আড়ালে...
ভয় হয়
যদি হারিয়ে যাও চিরতরে!


ঘুণধরা এই ছবি থাকুক এক কোণে
ক্ষনে ক্ষনে আসবে তুমি
আমার স্মরণে|