যার ক্ষয় নেই, তার হবে না তো লয়
ইচ্ছে মতন ভাঙতেই পারো
করতেও পারো ধ্বংস...
যেটাই করো না, থেকে যাবে তার অংশ|


এই ধরণীতে, কি আছে বলো না-
যার হবে না তো লয়!
কিছুই যে নেই, সেটাই সত্য
আর যদি থাকে, তার সাথে নেই পরিচয়|


সৃষ্টি মানেই, লয়ের প্রশ্ন
লয় এর  কি হয়, কোনোই যত্ন!
জানাও যায় না, কবে বা কোথায়...
মনের কোণায় কাজ তো করেই
কোথাও অকুতোভয়|


পৃথিবীতে ক্ষয়, পৃথিবীর ক্ষয়
ধীরে ধীরে হ্রাস হতেই থাকবে
অজান্তে এই ঘটনা ঘটবে
প্রতিদিন হ্রাস নজর কাড়ে না
হটাৎআসবে উদ্বেগ আঙিনায়...
জানান দেবেই, ক্ষয়ের হয়েছে জয়|


আকার ও মাপ, তার সাথে রূপ
আসলেই হাতে, হয়ে যাই চুপ
ভালবাসা পাই, যা বিমূর্ত
সেটা হতে পারে অক্ষয়...
এই ভাবনায় চলতে পারি না
অজ্ঞ হয়েই পরাজয়|


ক্ষয় এর স্থান যে অক্ষয়, এই বিশ্বে
এর অন্যথা, ভাবাও অসম্ভব...
সব ক্ষয় হবে, সব হবে লয়
তবু আনন্দ হবেও তো সম্ভব|