ছুঁয়ে দেখবার, ইচ্ছে ভীষণ হয়
চোখে দেখবার, ইচ্ছে সফল করি
বেশী দেখলেই, বান ছুটে আসে এদিকে
মন কেঁপে ওঠে, আমিও ভয়েতে মরি|


ছোঁয়া প্রসঙ্গ, ভুলে যাই অবিলম্বে
মুখ ঘুরে যায়, চোখ চলে যায় আকাশে
মনে খেলা করে, শুধু এক শূন্যতা
অস্তিত্বের স্পর্শ পাই না বাতাসে|


আমার জীবন, শুধুই আমাকে ভাবায়
যেমন ভাবায়, তোমার জীবন তোমাকে
অন্যের সাথে কেন যে মেলাতে চাই!
অপরাধবোধ এই মনটাকে ঢাকে|


জীবন আমার, কেন অন্যকে চাই!
কেন একা একা, একটি জীবন চলে না!
সৃষ্টির এটা বিদ্রূপ বলে মনে হয়
এমন ভাবনা কিছু বদলাতে পারে না|


এও মনে হয়, জীবনটাই তো অহেতুক
তবুও তো চাই, আলিঙ্গনের স্পর্শ
এ চাওয়া নয় কি, অভূতপূর্ব জীবনে!
মানতেই চাই, এ চাওয়া সুখের উৎস|


নির্ভরতার প্রয়োজন ভেবে, বিতৃষ্ণা
জীবন আমার, হতেও চাই স্বতন্ত্র  
সাথেও যে চাই, আলিঙ্গনের স্পর্শ
এতো সংকট, কোথায় বাঁচার মন্ত্র!