অনন্তকালের সঙ্গী চন্দ্র সূর্য্য...
অনন্তভাব মনের সঙ্গী
কখনো বজায় তূর্য্য|


অনন্ত কোনো প্রাণ নেই
তবু, প্রাণে অনন্ত আশা...
অনন্ত এই প্রকৃতির কোলে
জাগে অনন্ত ভাষা|


অনন্ত সুখ হয় না জীবনে
না হয় খুশী অনন্ত...
মায়া আর মোহ, হয় না কখনো
এ জীবনে অফুরন্ত|


অনন্ত পথ আঁকা বাঁকা হয়ে
ঘুরে ফিরে আসে শুরুতে...
অনন্ত কথা থামে একদিন
চিতার অগ্নিবেদীতে|


অনন্ত সাধ-আল্হাদ যত
এ জীবন ধরে ঝরে অবিরত
সমাপ্ত হয় সেসবেরও গতি
কারণে বা অকারণে...
অনন্ত শুধু সময়ের ধারা
অখিল বিশ্ব ভূবনে|


সীমাহীন ভালবাসা কার পাশে!
অনন্ত প্রেমে কার ঝুলি ভরা!
বিমর্ষতারও হয় যে অন্ত
সীমা দিয়ে সব কিছুই যে মোড়া|


নিঃসীম ওই অম্বরতলে
অগুনিত তারা জ্বল জ্বল...
অনন্ত কালো তার মাঝ দিয়ে
স্থিতি নিয়ে অবিচল|