আজকে কোথায় মন আর মাতে!
যেমন মাততো ফুলের গন্ধে
আজ চারিদিকে দালানের ভীড়
মানুষের কোলাহল ভরা তাতে|


এখন কোথায় লাল মেঠো পথ!
যে পথেই ছিল সত্য ভাবনা
আজকের সব কালো কালো পথে
জটিল ভাবনা খেই যে পায় না|


আজকে কোথায় চাঁদিনীর রাত!
স্নিগ্ধ কোমল আলোর প্লাবন
আজকে সমাজ ঘেরাতে বন্দী
কৃত্রিম আলো খুশী করে মন|


আজকে পাইনা শান্ত সকাল
যে সকাল ছিল প্রেরণায় ভরা
আজকে সকাল জানায় সমন
সকাল মানেই সব কাজে তাড়া|


আজকে কোথায় সেই বিশ্বাস!
যাতে মিথ্যের ছিল না চিহ্ন
আজ বিশ্বাসে কেবলই মিথ্যে
পূর্বের মান হয়েছে নিম্ন|


আজকে কোথায় সেই ভালবাসা!
যাতে ছিল কথা অন্তবিহীন
আজকের ভালবাসা দ্রুত গতি
হতে না হতেই এক দুই তিন|


আজকে কোথায় পাই সরলতা!
লাভ ক্ষতি নিয়ে চলছে জীবন
ভাবনায় জুড়ে মনটা তাই তো
লিখতেই চায় এখন তখন|


আজকে বেড়েছে জীবনের আয়ু
সেটাই কি হবে শুধু মাপকাঠি!
ছলাকলাহীন জীবন কোথায়!
ছিল না কি সেই জীবন খাঁটি!