বন্ধ করো শিশু শ্রম
নিশ্চিত করো শিক্ষা।
এরাই জাতীর কর্ণধার
করো না তোমরা ইর্ষা।

তোমরা যেমন হচ্ছো বড়
মায়ের আচল ধরে
তাদেরও তো ইচ্ছে জাগে
একটু আদর পেতে।


কিন্তু তারা জানে নাকো
বাবা-মা যে কারা,
ছোট্ট থেকে জীবন যুদ্ধে
লড়ে যাচ্ছে একা।


যখন তুমি যাচ্ছো পাঠে
বিদ্যালয়ের দিকে,
তখন সে ত যায় কাজে
পিঠে বস্তা নিয়ে।


তোমার দিকে চেয়ে সে
মনে মনে কাঁদে,
ইচ্ছে জাগে তারও মনে
পাঠসালাতে যেতে।