তোমরা যথা ইচ্ছে চলে যাও,
আমি যাবো না বাংলা ছেড়ে।
আমি যাবো না তোমার মত জন্মভূমি ত্যাগ করে।
আমি পারিব না অগ্রাহ্য করে যাইতে কোনখানে।
আমি রয়ে যাবো এধারায়,এ ধারাকে ভালবেসে।
আমি যে জন্মেছি এখানে, হয়েছি বড়।
পার করেছি শিশুকাল আর কৈশর।
আমি যে চাই এখানে থাকতে আমৃত্যু।
আমি যে চাই ঘ্রান নিতে বসন্তের।
আমি যে চাই গীষ্মের তীব্র রোদ্রে দাড়িয়ে কিংবা বরষার ঝর ঝর বৃষ্টিতে বিজতে।
আমি যে চাই শীতের সকালে ক্ষন ক্ষন ঠান্ডায় চাঁদর গায়ে সূর্যের তাপ নিতে।
আমি যে চাই রোজ সকালে জন্মভুমির শীতল বাতাসে স্নিগ্ধ হতে।
আমি যে চাই জনম জনম এখানে পড়ে থাকতে।
আমি যে চাই এ ধারায় বেঁচে থাকতে, মানুষের মাঝে।
কিন্তু পারব কি?
জানি পারব না, মৃত্যু একদিন কেড়ে নিবে সব।
যেদিন হারিয়ে যাবো দুর অজান্তে, পাবে না আর কেউ।
তবে আমি বেঁচে থাকবো এইখানে, এ ধারার মানুষের নীড়ে।
আমার কবিতার তরে।