বাহিরে ঝির ঝির বৃষ্টি হচ্ছে,
লোকালয় প্রায় ফাকা।


এরই মাঝে দস্যি ছেলে,
ভাবছে বসে একা।


করবে কি?করবে কি?
যাবে নাকি বাইরে।


ঘরে বসে লাভ কি বল
আম কুড়াতে যাইরে।


কুড়াবো আম বস্তা ভরে,
আনব ঘরে তুলে।


রোদ উঠলে আচার দেব
ঘরেরও চালে।