ছোট্ট বেলার দিনগুলি  
মনে পড়ে ভীষন।
মনে মনে ভাবি আমি
ভালই ছিলাম তখন।
বিকেল বেলা ধান ক্ষেতে
জমতো খেলার আসর।
ছোট্ট বড় আসত সবাই
খেলতো ক্রিকেট ফুটবল।
বড়রা সব বাইরে বসে
দিতো হাত তালি।
ছোটরা সব জমির আইলে
বসত সারি সারি।
আমি ও যেতাম দেখতে খেলা।
রানা স্যারকে লুকিয়ে।
স্যার মসাইয়ের নিষেধ ছিল।
যাবে না তুমি বাইরে।
আগে পড়া বাদে সব
সময় পাবে আরো।
পড়া বাদে যা ইচ্ছা
তুমি করতে পারো।
তবু আমি লুকিয়ে লুকিয়ে
যেতাম খেলার মাঠে।
এমন সুন্দর বিকেল আমি
কেমনে থাকি ঘরে।
তারপরও স্যার মসাইয়ের
ধরা পড়তাম চোখে।
পরদিন স্যারের কাছে
স্বীকার করতাম আগে।
মুচকি হেসে স্যার বলতেন
হয়েছি কি পড়া।
খুসি মনে ভয় কাটিয়ে
বের করতাম খাতা।
কিন্তু এখন বিকেল বেলা
হয় না যাওয়া মাঠে।
ব্যস্ততা আর ক্লান্তি শেষে
মন চায় না যেতে।