ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা মায়েরও কোরানের সুরে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা আজানের ওই ধ্বনিতে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা সূর্যের আলোর তাপে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা দিনের আলোর ফুটন্ত গোলাপের সুভাসে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা মায়ের মিষ্টি ডাকে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা বাবার গর্জন ভয়ে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা পাখির কলরবে,
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা মিষ্টি বোনের ছোট্ট হাতের পরষে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা নব স্বপ্নের দীপ্ত আশা নিয়ে।
ঘুম ভাঙ্গে মোর সকাল বেলা অস্রু শিক্ত নয়নে,