আমি ভালবাসি, এই সবুজ শ্যামল বসুন্ধরাকে।
আমি ভালবাসি, এ ধরাকে।
ভালবাসি এ ধরার প্রতিটা সৃষ্টি কে।
ভালবাসি প্রতিটা মানুষকে।
আমি ভাবি,আমাকে ভাবায়,
এধরা এ ধরার সব সৃষ্টি।
আমি জাগ্রত থাকি,
আমি নিদ্রাহীন শুয়ে থাকি।
আমাকে ঘুমোতে দেয় না ফুলের সুভাস।
ঘুমোতে দেয় না এ ধরনীর সব সৌন্দর্য।
আমি ভাবি কতই না যতনে এ ধরনী সৃষ্টি
করেছেন বিধাতা।
যার এক সৃষ্টি কে নিয়ে ভাবতে গেলে পুরো
জীবনটাই গত হবে।
তবু খুঁজে পাব না তার সন্ধান।
আমি মুক্ত মনে ভাবি,মুক্ত ভাবে হাটি।
মুক্ত বিহঙ্গনে গুরে বেড়াই।
আমাকে টানে,তার বুকে, তার সৌন্দর্য সোধাতে,
তার রুপ দেখাতে, তার ছায়ায় আমায় ঠাই দিতে,
বলে তাকে ভালোবাসতে,
সে যে প্রকৃতি, আমার চারি পাসে যার বিচরন।
যার অপার রুপ, আমাকে নিদ্রায় যেতে দেয় না।
মন চায় চেয়ে থাকি তার পানে।
লিখি তাকে নিয়ে হাজার কবিতা, গল্প,রূপকতা।
কিন্তু পারি না, কেন পারি না?
আমি যে কবি নই, নই গল্পকার,
তবে কিভাবে লিখব!
কিভাবে তার সৌন্দর্য তুলে ধরব!আমার যে এ সাধ্য
নেই,নেই ক্ষমতা।
আমি যে ক্ষুদ্র,আমার যে চেয়ে দেখা ছাড়া আর
কিছু করার নেই।