সব খাদকের বড় খাদক
আমার দেশের রাঁজা
সব খাবারে ভাগ বসায়
পায় না কিছু প্রজা।
নিত্য তাহার আহার্যে
লাগে ইঁলিশ ভাজা।
এই বলেতো শেষ নয়
আরও খায় গাজা।
মদ্য পান করে আবার
গিলে কিছু খাজা,
মাজে মাজে চিবই সাথে
অল্প কটা গেজা।
এখন সে খায় নতুন
ফুলাও আর ফিজা।
খাবার শেষে তৃপ্তি করে
বলে বেশ মজা।
খাবার গুলো করতে হজম
খায় পানীয় ফ্রিজা,
আরও খায় পানের সাথে
দামী জর্দা মাজা।
খেয়ে খেয়ে পেঠ করেছে
অনেক মোটা তাজা।
এসব কথা কেউ বললে
পেতে হয় সাঝা।
খাওয়ার তরে সব ছেড়েছে
নামাজ করে কজা,
এত্ত বেশি খাবার পাগল
ভঙ্গ করেও রোজা।
বুঝে না সে হচ্ছে ভারী
তাহার গোনার বোঝা।
পরকালে পেতে হবে
কঠিন তম সাঝা।