চপল পায়ে দাদু ভাই
ছুটে চলেন মসজিদে
বগলে তার মস্ত ছাতা
গামছা নিয়ে কাধে।


বলে গেছেন বাড়ি ফিরে
বলবেন ভূতের গল্প,
এই শুনে নাতি পুতি
অপেক্ষা করছেন মামাও।


নামাজ পড়ে, বাড়ি ফিরে
দাদু বসেন আসন পেতে,
গল্প হবে জ্বীন পরীর
অন্তর তাই কাপে ভীতে।


তবুও সবাই শুনতে চায়
দাদুর বলা গল্প
যতই কাপুক অন্তরেতে
লাগুক যত ভয়ও।


দাদুর বলা গল্প শুনে
চুপটি করে সবাই বসে
রা উঠেনা কারও মুখে
একটুও তারা নাইবা কাশে।


জ্বীন পরীর গল্প শেষে
দাদু একটু জিরিয়ে বলেন
ভীতের দল কী হয়েছে?
ভয়ে কেন যাচ্ছ ভেসে!


এবার সবাই শোন যে বলি
একটি মজার গল্প
এমন গল্প শুনে তোদের
কাটবে সকল ভয়ও।


এমন গল্প বলেন দাদু
সবাই উঠলো হেসে।
সকল ভয় কাটিয়ে দিলেন
গল্প বলা শেষে।


কিন্তু এখন হারিয়ে গেছে
দাদুর গল্প বলা
কিংবা তার হাত ধরে
মেঠো পথে চলা।


দাদু এখন থাকেন যে
গায়ের বৃদ্ধ আশ্রমে
বাবে মা রেখে এসেছে
গত বছরের মে এ।