স্কুল যখন ছুটি হত দৌড় দিতাম গেটে।
বাবা আমায় কোলে নিবে চুমু খাবে ললাটে।
কিন্তু বাবা আসতো নাকো নিত না মোরে কোলে।
নিতুর বাবা এসেই তাঁকে নিতো কোলে তুলে।
আদর দিয়ে ভরিয়ে দিত রাঙ্গা অধরটাতে।
মুখে তুলে খাওয়াত লজেন্স দরদ ভরা হাতে।
একটু পরে আসত মা ডাক দিত মোরে।
এক দৌড়ে চলে যেতাম মায়েরও ধারে।
বলতাম আমি মাগো তুমি বাবা কোথায় বল।
চুপটি করে মুখ ঘুরিয়ে মা বলতেন চল।
জেদি আমি ছাড়তাম না যে আমার বাহানা।
বাবা যদি না আসে মা বাড়িতে যাবনা।
অস্রু জরা কন্ঠ নিয়ে মা বলতেন আমায়।
আগে তুমি বাড়ি চল সব বলব তোমায়।