আমি নিজেকে সার্থক মনে করি তখন,
যখন ভাবি আমি বাঙালি বাংলায় আমার জন্ম।


আমি নিজেকে সার্থক মনে করি তখন,
যখন ভাবি আমি বাংলায় বাস করি।


আমি তখনই নিজেকে পরিচয় দিতে ভালবাসি
যখন ভাবি আমি বীরের জাতি
এ জাতি যে মাথা নোয়াবার নয়।


আমার তখন গর্বে বুক ভরে উঠে,
যখন ভাবি আমি মাতৃভূমিকে রক্ষা করবে বলে
ত্রিশ লক্ষ প্রান ঝরেছিল অকালে।


আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে
আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি,
এ ভাষাকে রক্ষা করবে বলে
আমার ভাই জীবন রেখেছিল বাজি।


আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি তখন,
যখন ভাবি আমি স্বাধীন, আমি স্বাধীন দেশে বাস করি।