ছোট্ট শিশু কোমল মনে
ভাবে বসে আনমনে।
সমাজটাকে গড়তে হবে
গড়তে হবে দেশটাকে।


পড়তে হবে লিখতে হবে
জ্ঞানের রাজ্যে ঘুরতে হবে।
কেমন করে চলছে তাঁরা  
বিশ্বায়নের পথ ধরে।


কেমন করে নজরুল পেল
জাতীয় কবির আসনটাকে।
জানতে হবে বুঝতে হবে
তাদের পথে চলতে হবে।


জিততে হবে,
হারতে তবু শিখতে হবে
ভুলের রাজ্যে ঢুকতে হবে
শুদ্ধটাকে চিনতে হবে।


সত্যের পথে চলতে হবে
সত্যটাকে মানতে হবে
মিথ্যা বলা ছাড়তে হবে
জীবনটাকে গড়তে হবে।