প্রজাপ্রতির শৈল্পিক ডানায় ঝুলছে-
বিচ্ছেদ ব্যথায় অঙ্কিত একখণ্ড ব্যথাতুর বিবর্ণ প্রচ্ছদ--
পাতাহীন মৃতদেহের মতো দাঁড়িয়ে আছে- কয়েকটি বেনামী বৃক্ষ
রোদহীন প্রাতঃকালীন আকাশে ভাসছে- রাশি রাশি সাদাকালো মেঘ।


অথচ একসময় এইসব গাছগুলোতেও প্রাণচাঞ্চল্য ছিলো;
মেঘগুলো ছিলো ভুবনজয়ী রংবাহারি স্বপ্ন কিম্বা
অন্ধকার বিমর্ষ আকাশের সোনাঝরা আলো।


কবিতা,
চলো মেঘগুলোকে আবারো ভাষান্তরিত করি;
তারপর, বৃষ্টিতে ভিজেভিজে অথবা উত্তুরের হাওয়ার দুঃখ ভাসিয়ে
প্রজাপতি পালকে নতুন করে- অনুরাগের স্বপ্নিল প্রচ্ছদপট আঁকি।