জীবন খাতা বড়ই অগোছালো
জানিনা কোন ভুলে তে
সাজাতে চেয়ে বারবার
পরে যাই জোয়ার-ভাটা তে
কি এমন ছিল ভুল
এ জীবন জুয়ায়
ছিলাম আমি ঠিক তেমনই
যেমনটা তুমি চেয়েছিলে
কত ভাল বেসেছি তোমায়
নীরবে নিভৃতে
বড় ভালবাসি আমি তোমায়
তবে কেন উপহাস করেছিলে


প্রিয় তোমার হতে চেয়ে
কতই না ছিলাম অবুঝ আমি
সেই তুমি করেছ আহবান, সময়ের প্রয়োজনে
হঠাৎ কি হল এমন
দিলে দূরে সরিয়ে আমাকে অপ্রয়োজনে
কান্না বিজড়িত দুচোখ নিয়ে
চলেছি হেটে দুরে-বহু দুরে
তোমার ও মন বোঝা ছিল বড় দ্বায়
তাইতো আমি ভেসে গেছি অথৈ কুলে


জানিনা জীবনে কি হবে এখন
বুকে শুধু স্মৃতির ই দহন
ব্যদনা যত ঘিরে আছে হৃদয়ে
হারিয়ে গেছে সুখের স্বপন
আজ আমি বড় ক্লান্ত
মরছি ধুকে ধুকে শুধুই একান্ত