জীবন বড় বে-খেয়ালী
যদি করো নিজ হাতে
শূন্য হয়ে যাবে নিমেষে
আলোহীন প্রভাতে
কত অপরূপ সৌন্দর্য দিয়ে
গড়া এ পৃথিবী
বিলীন একদিন হয়ে যাবে
এ ভুবনের মিলন তিথি
তাই বলি করোনা কেউ
এ জীবন অর্থহীন


সময় বড় স্বল্প সেতো
যা পাও তুমি অদ্য
খুশি মনে করো বরন  
যাই আসুক সদ্য
ঘড়ির কাটা যেভাবে চলে
এ জীবনের খাতায়
শত কষ্টে তুলে নিও
তোমার স্মৃতির পাতায়
ভাবি আমি মানুষ কেনো
বুঝেও অবুঝ হয়
আশার আলো নিকশ কালো
সবাই অবাক তাকিয়ে রয়


নিভু নিভু লণ্ঠন নিয়ে
কোথায় হঠাথ চলছে সবাই
পাবে কি খুঁজে
জীবনের আলো এ ভুবন মেলায়
তাই বলি না জেনে কেউ
দিওনা ব্যথা কারো মনে
হিংসা যত আছে সবার ফেলে দাও ছুঁড়ে
ভেবে আপন সবাইকে
নাও কাছে টেনে