হাজারো গতকাল পিছনে ফেলে,
আজ নতুন দিনের মধ্যখানে
শুয়ে আছি।
পকেট ভর্তি কাগজের টুকরো,
ছেঁড়া কবিতার দ্বিধাবিভক্ত অংশ।
মনের মধ্যে প্রশ্ন পল্লব,
অস্তিত্বহীনতার বৃত্তান্ত রচনায়
তুমি কি সত্যিকারের জাদুকর?
আমি প্রান্তবাসী, শ্লেষ-বিদ্রুপের খোঁচার
মুখে বেড়ে উঠা আপাদমস্তক অপদার্থ।
আমার অন্তহীন আকাঙ্ক্ষার
পরিসমাপ্তি হয়েছে তোমার যুক্তিনিষ্ঠ
ব্যাখাতীত অলৌকিক-অতিলৌকিক জাদুবাস্তবতায়!
তোমার নৈসর্গিক টিপ্পনী আমাকে আত্তীকৃত
করার প্রাতিস্বিক মাত্রায় চেষ্টা
আমাকে সত্যি মুগ্ধ করেছে,
প্রশংসা পাওয়ার যোগ্য।
হয়েছে অনেক, এবার
মন্থর-গতানুগতিক চিন্তাস্রোতের
আপেক্ষিক ঘোর কাটিয়ে
প্রকৃতিস্থ আখ্যান নির্মাণে যথেষ্ট হও।
অন্তত মিথ্যে প্রশংসা নয়,
পূর্ণবিকশিত প্রেম পাবে।
এটাই তোমর জন্য
মহার্ঘ সময়।