পাপের ভয়ে -----------------
অনেকদিন আরশিতে মুখ দেখি না
মাঝে মাঝে চোরা পথে আলো আসে
সে আলোয় সবকিছু দেখা যায় না!


দু'চোখ ঠিকরে আলো আসে, সে
সে আলোয় সবকিছু দেখি
পাপ-পুণ্য বুঝি না, খুঁজিও না; সে
আলোর মাঝে পাপেরা হাসে; এমনি
করে হাত এবং পা--
সেখানেও জিওল গাছের আঠার মতো
লেগে আছে কেবলই পাপের ছা!


সারাদিন এতো কর্মব্যস্ত জীবন,
পরাভব মানি গতির কাছে;
আরশিতে মুখ দেখি না কতোদিন,
পাছে নিজকে ফিরে পাই,
শুধু এই ভয়----এই ভয় ------!!