একদিন আমিও শাখা থেকে প্রশাখা,
পাতা থেকে কুঁড়ি ঘুরে আসবো,
আমার অবোধ উঠোন ছেড়ে -----
আমরা যখন একই উপন্যাসের কবিতা
তখন দেখো আমিও পত্রপুটে লেখা
ভালোবাসার নুড়ি পাথর হবো; দাঁড়ি,
কমা বিহীন!


আগে বুকের ভেতর ধুঁক ধুঁক করতো
এখন তাও করে না নীল নীল ---
পাতা ঝরে ঝরুক ---- আমিও রূপ
বদলে নেবো- সাপের মতো-----!!


আজ আমার শ্রাবণ নেই
আবার আসবে না,তার গ্যারান্টি কই?