পঞ্চাশে দাঁড়িয়ে ভাবছি
শূন্যের পিঠে কেবল শূন্য, কবিতা নামের মেয়েটির রসিকতা
যেখানে দাঁড়িয়ে আমি নিজের নাম ভুলে যাই
সেখানে অনেকেই স্বঘোষিত কবি!


আমার উল্লেখ করার মতো দু'টি চরণ নেই
কেবল প্রথাগত অস্তিত্বের জানান আছে
যুগান্তরের বাতাস পোড়া গন্ধক আছে
শব্দ ও বাক্যের কাছে সাত সমুদ্দুর নালিশ আছে!


আমি কবিতা প্রেমিক বলেই ওরা প্রেম ভুলে গেছে!!