কয়েকদিন ধরে এখানে-সেখানে খুঁজে ফিরছিলাম
কবিতার অনুষঙ্গ, কে জানতো আমার ফুলবাগানে
যে বুলবুলিটি প্রায়ই এসে একতারায় নিজেকে ভুলে
যেতো, সে আর আসছে না!


যে কয়েকটা হাসনা হেনা, কামিনী সারারাত গন্ধ
বিলাতো, ওদের সেই গন্ধ ছিনতাই হয়ে গেছে;
তারা এখন শুধু ধর্ষিতা রমণীর মতো ফ্যাল ফ্যাল
করে তাকিয়ে থাকে, শেফালিরও এখন গলা ভর্তি
কাঁটা, গিলতেও পারে না, উগরাতেও পারে না;
তার ভটভটি চালক স্বামীও অনেকদিন লা-পাত্তা!


কেউ কেউ বলে থাকেন,
তোর স্বামী ইতিহাস হয়েছে!
শেফালি ওসব ইতিহাস, পাতিহাঁস কিছুই বুঝে না
সে তার স্বামীকে ফেরত চায়, আর কিছু না-----!!