বুকের ভিতর বিরাট নদী
মুখটা দেখায় মলিন
গভীর রাতে বাজে বুকের
জলের ভায়োলিন !


নদীটা তার জলের আধার
একটাও নাই ঢেউ
তীর ভাঙ্গে না, পাড় ভাঙ্গে না
খোঁজ রাখেনা কেউ  ?


তাইতো মেয়ের দু’চোখ ভরা
জলজ অভিমান !
ভর শ্রাবণের আকাশ ঢাকা
মেঘের সমান ।